Visit our Facebook fan page Click Here

টাইম ট্রাভেল! Time trave!

টাইম ট্রাভেল! Time trave!
Color :
Size :

"টাইম ট্রাভেল" নিয়ে অনেকের খুব আগ্রহ, তাই টাইম ট্রাভেল নিয়ে অনেক সিনেমা তৈরি হয়েছে, উপন্যাস লেখা হয়েছে।
তবে আমার কাছে "টাইম ট্রাভেল" যতটা সাইন্স ফিকশন মনে হয়, তার চাইতে অনেক বেশি ফ্যান্টাসি মনে হয়।
কেনো ফ্যান্টাসি মনে হয় তা নিজের অল্প জ্ঞান নিয়ে ছোটো করে ব্যাখ্যা করছি, ভুল হলে অবশ্যই জানাবেন।

২। গ্র‍্যান্ডফাদার প্যারাডক্সঃ আমরা অনেকেই এটা সম্পর্কে জানি। প্যারাডক্স টা হলো, আমি যদি অতীতে গিয়ে আমার দাদার বিয়ে হওয়ার আগেই আমার দাদাকে মেরে ফেলি তাহলে কি হবে? আমার দাদা মরে গেলে আমার বাবার জন্ম হবে না, আমার বাবার জন্ম না হলে আমি কোথা থেকে আসলাম? আর আমার যদি অস্তিত্ব না থাকে তাহলে আমার দাদাকে কে মারলো? অর্থাৎ একটা প্যারাডক্সের সৃষ্টি হয়। এই প্যারাডক্স টা টাইম ট্রাভেলের সম্ভাবনাকে বাতিল করে দেয়।

(তবে যারা টাইম ট্রাভেলকে খুব বিশ্বাস করে তারা এই প্যারাডক্সের একটা সমাধান বের করেছে, তাদের যুক্তি প্যারালাল ইউনিভার্স, বা " মাল্টিভার্স ", মানে আমি অতিতে গেলে আমি নিজের ইউনিভার্সে যেতে পারবো না, চলে যাবো অন্য কোনো ইউনিভার্সে।)

৩। আচ্ছা ধরে নিলাম টাইম ট্রাভেল সম্ভব, কিন্তু টাইম ট্রাভেল সম্ভব হলে, অতীতে যাওয়া সম্ভব হলে তাহলে কি "সময়" বলতে আদৌ কিছু থাকে? "অতীত, বর্তমান, ভবিষ্যৎ" বলতে কিছুই ত থাকবে না।
বা টাইম ট্রাভেল সম্ভব হলে এখনো ভবিষ্যৎ থেকে কেনো কেও আসলোনা? হিটলারকে আগেই কেনো মেরে ফেলা হলোনা? বা হিটলারকে আগেই মেরে ফেললে এখানেও একটা প্যারাডক্সের সৃষ্টি হবে, শুধু হিটলার নয়, যে কাওকে মারা হলে একটা প্যারাডক্স সৃষ্টি হয়ে যাবে।

৩। আরেকটা বিষয় যেটা আমি নিজেই চিন্তা করে বের করলাম, তা হলো ইউনিভার্সের মোট পদার্থ বা "ম্যাটার" ত নির্দিষ্ট পরিমান, আর আমরা ত এই ম্যাটার তৈরি করতে পারিনা, বা কপি করতে পারিনা। তাহলে কেও যদি ভবিষ্যৎ থেকে বর্তমানে চলে আসে, তাহলে সে মূলত নিজেকে "কপি" করলো, আবার বর্তমান থেকে এই একই দুজন যদি অতীতে চলে যায় তাহলে সে নিজেকে আবারো কপি করলো, এভাবে অসংখ্য বার করা যাবে। মানে এতে ত "ম্যাটার" কপি হয়ে যাচ্ছে, বা ম্যাটার সৃষ্টি হচ্ছে, এটা কিভাবে সম্ভব হবে? এটা কি ফিজিক্সের কোনো নিয়ম মানছে??

যারা ফিজিক্স সম্পর্কে ভালো বুঝেন তাদের মন্তব্য আশা করছি।

(আইনস্টাইনের " থিওরি অব রিলেটিভিটি " সম্পর্কে তেমন কিছু জানিনা, তবে "স্পেসটাইম" সম্পর্কে সামান্য ধারনা আছে, আর যতটুকু জানি আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটির যেসব ইকুয়েশন, সেই ম্যাথমেটিকাল ইকুয়েশনগুলার অনেক গুলা পসিবিলিটি বা সমাধান আছে। তাই টাইম ট্রাভেল ম্যাথম্যাটিকালি সম্ভব হলেও বাস্তবে কোনোদিন সম্ভব হবে এমন কোনো কথা নেই, তবে ভবিষ্যতের দিকে টাইম ট্রাভেল করার ধারনাটা তুলনামূলক যুক্তিযুক্ত)

إرسال تعليق

Message via WhatsApp

Send instant messages & product details through Whatsapp.

Money Back

If goods have problem we'll return your good.

24/7 Support

Our dedicated support is available to help you.